গাইসালে ট্রেন দুর্ঘটনায় লোপ পেয়েছিল স্মৃতি, ২০ বছর পরে বাড়ি ফিরলেন বীরভূমের মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2018 01:08 PM (IST)
এভাবেও ফিরে আসা যায়! স্মৃতি লোপ পাওয়ার পর রাস্তায় রাস্তায় ভিক্ষে করে কেটে গিয়েছে কুড়িটা বছর। হঠাৎ মনে এসেছে ২টি শব্দ। দাদার নাম ‘নীলু’, বাড়ি ‘মহম্মদবাজার’। সেই শব্দে ভর করেই ঘরে ফিরলেন টগরি বিবি।