কাঁকিনাড়ায় তৃণমূলের পার্টি অফিস ও তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 May 2019 09:06 AM (IST)
টানা অশান্তির পর ছন্দে ফিরছে কাঁকিনাড়ার নয়াবাজার। শনিবার কাঁকিনাড়ার মনসা কলোনিতে তৃণমূলের পার্টি অফিসের পাশে উদ্ধার বোমা। তৃণমূল কর্মীরা বোমা রেখে যায়, অভিযোগে পার্টি অফিস ভাঙচুর। কাঁকিনাড়ায় দুই তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার হয় বলে অভিযোগ।