পণের দাবিতে মত্ত অবস্থায় স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Nov 2017 04:03 PM (IST)
পণের দাবিতে মত্ত অবস্থায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানা এলাকার পুরিয়া গ্রামে। জখম স্ত্রীর নাম সনকা সরকার। ৩ বছর আগে উত্তম সরকারের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। গৃহবধূর বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য স্ত্রী-র ওপর চাপ দিচ্ছিলেন। এ নিয়ে প্রতিবাদ করায় গতকাল রাতে মোটা কাঠ দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে আসেন সনকা। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ফেরার অভিযুক্ত স্বামী।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in