রাতে অভিষেকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2016 01:42 PM (IST)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে জ্বর। ব্যথাও রয়েছে। পালস্ রেট ওঠানামা করছে। মাঝে মাঝে অক্সিজেন জিতে হচ্ছে। তবে শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে বেলভিউ কর্তৃপক্ষ। তাঁকে টানা বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। গতকাল অভিযেকের খবর নিতে রাত ৯টা ১০ নাগাদ বেলভিউয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগর থানার পুলিশের সাহায্যে রাত দেড়টা নাগাদ হাসপাতালে আসেন বিশেষজ্ঞ চিকিত্সক সুকুমার মুখোপাধ্যায়। রাত ৩টে ১০ নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে যান মমতা।