কোচবিহারে সিপিএম কর্মী খুন, বামেদের পাশে বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2018 06:08 PM (IST)
কোচবিহারে সিপিএম কর্মী খুন, বামেদের পাশে বিজেপি। সিপিএম কর্মীকে শেষশ্রদ্ধায় স্থানীয় বিজেপি নেতৃত্ব।
কোচবিহারের জামালদহে আজই ফিরেছে সিপিএম কর্মীর দেহ। এলাকায় শোকমিছিল সিপিএমের। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি