ভোট-পরবর্তী হিংসায় গুলিবিদ্ধ হয়ে ফের একজনের মৃত্যু গোয়ালপোখরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2018 12:24 PM (IST)
ভোট-পরবর্তী হিংসায় গুলিবিদ্ধ হয়ে ফের একজনের মৃত্যু। আহত এক মহিলাসহ ৪। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার হামদাম গ্রামে। সকাল ১১টা নাগাদ ফরওয়ার্ড ব্লক সমর্থকদের সঙ্গে নির্দল সমর্থকদের সংঘর্ষ বাধে। গুলিও চলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় নির্দল সমর্থক মহম্মদ তাসিরুদ্দিনের। গুলিবিদ্ধ আরও ১। আহত এক মহিলাসহ ৩। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে