ইউপিএ আমলেই জালিয়াতি করেছিলেন নীরব মোদী, দাবি নির্মলা সীতারমনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Feb 2018 06:21 PM (IST)
২০১১ সালে ইউপিএ সরকারের আমলে নীরব মোদী পিএনবি জালিয়াতি করেছিলেন। ২০১৩ সালের জুনে এলআইসি গীতাঞ্জলি জেমসের ৪ শতাংশ শেয়ার নেয়। সেই সময় অর্থমন্ত্রক এ বিষয়ে প্রশ্ন তোলে। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর রাহুল গাঁধী নীরব মোদীর সংস্থার প্রচারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গীতাঞ্জলি সংস্থাকে অতিরিক্ত ঋণ দেওয়া এবং প্রদেয় ঋণ পুনর্গঠনের বিষয় নিয়ে ইলাহাবাদ ব্যাঙ্কের বোর্ডে আলোচনা হয়। কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে বললেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন