বিদ্যুতের খরচ ছাড়াই জল ঠান্ডা-গরম রাখার পদ্ধতি আবিষ্কার বীরভূমের স্কুল পড়ুয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2018 09:39 PM (IST)
ফ্রিজ কিংবা কুঁজো, গরমে একটু ঠান্ডা জলে গলা ভেজাতে এই দুই ভরসা। কিন্তু, প্রখর রোদে বাড়ির ছাদের ট্যাঙ্কের জলই যদি থাকে ঠান্ডা! তাও আবার কোনওরকম বিদ্যুতের খরচ ছাড়াই! তাহলে কেমন হয়? অবাক লাগলেও তেমনই এক আবিষ্কার করে ফেলেছেন বীরভূমের মাড়গ্রামের এক স্কুল পড়ুয়া।