দক্ষিণ চব্বিশ পরগনা: ক্লাসে বন্ধুদের সঙ্গে খুনসুটি, ব্ল্যাকবোর্ডে চতুর্থ শ্রেণির ছাত্রের ‘মাথা ঠুকে দিলেন’ প্রধানশিক্ষক, সংজ্ঞাহীন পড়ুয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 May 2018 11:36 PM (IST)
দক্ষিণ চব্বিশ পরগনা: ক্লাসে বন্ধুদের সঙ্গে খুনসুটি করায় চতুর্থ শ্রেণির ছাত্রকে মারধর এবং ব্ল্যাকবোর্ডে মাথা ঠুকে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মারের চোটে ওই ছাত্র ক্লাসের মধ্যে সংজ্ঞাহীন হয়ে পড়লেও চিকিৎসার বন্দোবস্ত করা হয়নি বলে দাবি পরিবারের। সোনারপুর থানায় অভিযোগ দায়ের।