আজ বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের ঊনআশিতম প্রয়াণ দিবস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2019 09:22 AM (IST)
আজ বাইশে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের ঊনআশিতম প্রয়াণ দিবস। বর্ষণসিক্ত দিনে রবীন্দ্রস্মরণ চলছে সকাল থেকে। শান্তিনিকেতনের উপাসনা গৃহে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলেন বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেবও। গৌর প্রাঙ্গণে ভোরে বৈতালিকে যোগ দেন ছাত্রছাত্রীরা। গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করেন তাঁরা। কবির প্রয়াণ দিবসকে স্মরণ করে সকাল ৭টায় উপাসনা গৃহে রবীন্দ্রসঙ্গীত, বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে বিশেষ উপাসনার আয়োজন করা হয়। রবি-স্মরণে শান্তিনিকেতনের রবীন্দ্রভবনে আজ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে বৃক্ষরোপণ।