কাশ্মীরে মুর্শিদাবাদের পাঁচ শ্রমিককে হত্যা জঙ্গিদের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, গ্রামে গেলেন অধীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2019 09:57 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
জম্মু-কাশ্মীরের কুলগামে গণহত্যা জঙ্গিদের। নির্বিচারে গুলি করে খুন করা হয় বাংলার পাঁচ শ্রমিককে। গতকাল সন্ধ্যায় ভাড়া বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় অতর্কিতে জঙ্গিরা ঢুকে পড়ে। এরপরই একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গুলি করে ৫ জনকে খুন করে জঙ্গিরা। গুলিবিদ্ধ এক শ্রমিক পালাতে সক্ষম হন। মৃত শ্রমিকরা মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকার বাহালনগর গ্রামের বাসিন্দা। কাশ্মীরে হত্যাকাণ্ডের খবর আসতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গ্রাম। বাংলার ৫ শ্রমিকের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। ট্যুইটারে তিনি লিখেছেন, কাশ্মীরে নৃশংস হত্যাকাণ্ডের জন্য আমরা শোকাহত। মুর্শিদাবাদের ৫ শ্রমিক প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। মৃতদের পরিবারগুলিকে সমস্ত ধরনের সাহায্য করা হবে। ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ গ্রামে গেলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।