সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে রাজভবনে বিজেপি, খতিয়ে দেখার আশ্বাস রাজ্যপালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Oct 2019 08:24 PM (IST)
প্রদেশ কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে রাজভবনে দরবার বিজেপি অনুগামী বিশিষ্টদের। আজ অগ্নিমিত্রা পাল, রাধারমণ চক্রবর্তী সহ দ্য বেঙ্গল ইন্টেলেকচুয়াল সোসাইটির সাতজন প্রতিনিধি রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন। সন্ময়ের গ্রেফতারির পর তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতারা। আজ রাজ্যপালের কাছে বিজেপি অনুগামী বিশিষ্টরা অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে সরব হওয়ার জন্য সন্ময়কে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি, জিয়াগঞ্জ কাণ্ডে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তাঁরা। অভিযোগ যথাযথভাবে খতিয়ে দেখার আশ্বাস রাজ্যপালের