‘রাণু পেল লটারি’-র সেটে আড্ডা থেকে ‘গোয়েন্দা জুনিয়র’ ছবির টাইটেল ট্র্যাক, বিনোদন দুনিয়ার সব খবর জেনে নিন ‘হয় মা নয় বৌমা’-র থেকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Sep 2019 07:42 PM (IST)
ধারাবাহিক ‘রাণু পেল লটারি’-র সেটে ছোট্ট লটারি কি দুষ্টুমি করে? তাকে নিয়ে শ্যুটিংয়ের অবসরে কেমন আড্ডা জমে সেটে? দেখেই নেওয়া যাক।চেনা-অচেনা গানের ডালি নিয়ে নজরুল মঞ্চে একক অনুষ্ঠান করলেন অনুপম রায়। অনুপমের ‘ভালবাসা বাকি আছে’-র সম্মোহনে দর্শকদের পাশাপাশি মুগ্ধ হলেন লগ্নজিতাও। ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ঋতব্রত ও শান্তিলাল মুখোপাধ্যায় অভিনীত, মৈনাক ভৌমিক পরিচালিত ‘গোয়েন্দা জুনিয়র’। প্রকাশ্যে ছবির টাইটেল ট্র্যাক।