হুগলির বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তীর মিছিলে অস্ত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2018 05:03 PM (IST)
রামনবমীর পর হনুমান জয়ন্তীর মিছিলেও অস্ত্রের আস্ফালন।এই ছবি হুগলির বাঁশবেড়িয়ার। শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে ৮টি হনুমান মন্দিরের পুজো কমিটির পক্ষ থেকে বাঁশবেড়িয়ায় মিছিল বেরোয়। সেই মিছিলেই দেখা যায় অস্ত্র। মিছিলের ভিডিওগ্রাফি করে পুলিশ।