প্রধান শিক্ষককে জুতোপেটা শিক্ষকের স্ত্রীর, রায়গঞ্জে স্কুলে ভাঙচুর গ্রামবাসীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Sep 2017 07:48 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শিক্ষাঙ্গন না কি রণভূমি? ২ শিক্ষককে বেধড়ক মার গ্রামবাসীদের! দেদার ভাঙচুর স্কুলে! পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের! রণক্ষেত্র উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হাতিয়া হাইস্কুল!
রায়গঞ্জের হাতিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিংহ ও সহ শিক্ষক অমিত রায়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। স্কুল সূত্রে দাবি, দীর্ঘদিন স্কুলে না আসায় অমিত রায়কে সম্প্রতি শোকজ করেন প্রধান শিক্ষক। অভিযোগ, শোকজের জবাব দেওয়ার আগেই চুরি যায় হাজিরার খাতা। তা নিয়ে তরজা চরমে ওঠে। স্থানীয় সূত্রে দাবি, যাবতীয় অশান্তির নেপথ্যে কাজ করছে রাজনৈতিক কারণ! শনিবার সকালে বিবাদ চরমে ওঠে। অভিযোগ, শিক্ষক অমিত রায়ের স্ত্রী প্রধান শিক্ষকের ঘরে ঢুকে তাঁকে জুতোপেটা করেন। এই খবর পেতেই স্কুলে চড়াও হন গ্রামবাসীরা। শুরু হয় মারধর। স্কুলের আসবাবপত্রও ভাঙচুর করা হয়! অভিভাবকদের রণমূর্তি দেখে আতঙ্কে কেঁদে ফেলে ছোট ছোট পড়ুয়ারা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। নামে র্যাফ। বেশ কয়েকজনকে আটক করা হয়। কিন্তু, এভাবে শিক্ষকদের গায়ে হাত তোলা এবং শিক্ষাঙ্গনে তাণ্ডবের ঘটনার নিন্দায় সরব শিক্ষামহল। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক।
রায়গঞ্জের হাতিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিংহ ও সহ শিক্ষক অমিত রায়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। স্কুল সূত্রে দাবি, দীর্ঘদিন স্কুলে না আসায় অমিত রায়কে সম্প্রতি শোকজ করেন প্রধান শিক্ষক। অভিযোগ, শোকজের জবাব দেওয়ার আগেই চুরি যায় হাজিরার খাতা। তা নিয়ে তরজা চরমে ওঠে। স্থানীয় সূত্রে দাবি, যাবতীয় অশান্তির নেপথ্যে কাজ করছে রাজনৈতিক কারণ! শনিবার সকালে বিবাদ চরমে ওঠে। অভিযোগ, শিক্ষক অমিত রায়ের স্ত্রী প্রধান শিক্ষকের ঘরে ঢুকে তাঁকে জুতোপেটা করেন। এই খবর পেতেই স্কুলে চড়াও হন গ্রামবাসীরা। শুরু হয় মারধর। স্কুলের আসবাবপত্রও ভাঙচুর করা হয়! অভিভাবকদের রণমূর্তি দেখে আতঙ্কে কেঁদে ফেলে ছোট ছোট পড়ুয়ারা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। নামে র্যাফ। বেশ কয়েকজনকে আটক করা হয়। কিন্তু, এভাবে শিক্ষকদের গায়ে হাত তোলা এবং শিক্ষাঙ্গনে তাণ্ডবের ঘটনার নিন্দায় সরব শিক্ষামহল। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক।