Bangladesh: ভারত বিদ্বেষী সন্ত্রাসের মাটি হয়ে উঠবে বাংলাদেশ?কী বলছেন প্রাক্তন ব্রিগেডিয়ার রাজাগোপাল?

Continues below advertisement

ABP Ananda LIVE : পাক নাগরিকদের অবাধে ভিসার ঘোষণা ইউনূসের। বিএনপি নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। ফের কি ভারত বিদ্বেষী সন্ত্রাসের মাটি হয়ে উঠবে বাংলাদেশ? ফের কি গুপ্তচর সংস্থা ISI ঘাঁটি গাড়বে বাংলাদেশে? ইউনুস সরকারের পাক প্রীতিতে ঘনাচ্ছে আশঙ্কা। কী বলছেন প্রাক্তন ব্রিগেডিয়ার রাজাগোপাল?

বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে আজ পথে নেমেছে সনাতনী সমাজ। হাইকোর্টের অনুমতি নিয়ে রানি রাসমণি অ্যাভিনিউয়ে ৫০টি সংগঠনের ডাকে সমাবেশে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে মঞ্চ থেকেই হিন্দুদের জেগে ওঠার বার্তা দিলেন বিরোধী দলনেতা। তিনি বলন, ''ওপারে যাহা ইউনূস, এপারে তাহাই মমতা। ওপারের মতো এপারেও হিন্দুদের ওপর হামলা। ফালাকাটা, গার্ডেনরিচ, শ্যামপুর, বেলডাঙার মতো ঘটনা ঘটেছে। বিরোধীদের বেলডাঙায় যেতে পর্যন্ত দেয়নি। মমতা ও ইউনূসের মধ্যে পার্থক্য নেই। এই লড়াই বেঁচে থাকার লড়াই। জাগো হিন্দু জাগো...জাগো হিন্দু জাগো...''

বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা' হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে এসেছে। সুনামগঞ্জে একের পর এক বাড়ি-দোকান ভাঙচুর। ভাঙা হয়েছে অন্তত ২টি মন্দির। শুভেন্দু বলছেন, ''এখনও বাঙালি হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হতে পারেনি। একুশে মমতা আমাকে হারাতে এসেছিলেন, আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলেছিলাম। নন্দীগ্রামে ৬৫% হিন্দুকে ঐক্যবদ্ধ করে মমতাকে হারিয়েছিলাম। রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন? কেন লাভ জেহাদ, ধর্মান্তরণের বিরুদ্ধে আইন হবে না? হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, এই লড়াই চলবে।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram