Bangladesh News : বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা'। প্রতিবাদে আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে সনাতনী সমাজ
ABP Ananda LIVE : ABP Ananda LIVE : বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা'। দেশজুড়ে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা। প্রতিবাদে আজ ফের পথে সনাতনী সমাজ। হাইকোর্টের অনুমতি নিয়ে রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশে ৫০টি সংগঠন। 'বাংলাদেশে যেভাবে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আজ মিলিত হয়েছি। প্রধানমন্ত্রীর কাছে আর্জি করেছি যাতে বর্ডার খুলে দেওয়া হয়। আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা আশ্রয় নিতে এদেশে আস্তে পারেন', বললেন কার্তিক মহারাজ।
বীরভূমের নলহাটিতে বাংলা আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদ করায় প্রশাসনের নাকের ডগায় আক্রান্ত হতে হল সিপিএমের পঞ্চায়েত সদস্যকে। সমস্যা সামাধানে এবং মারধরের বিচার পেতে "দিদি কে বলো" তে ফোনে নালিশ জানান বিরোধী শিবিরের ওই নেতা। যদিও হামলার কথা কার্যত এড়িয়ে গেছেন অভিযুক্ত তৃণমূল উপপ্রধান। গোলমালের কথা স্বীকার করে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বিডিও। বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা'। হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে। সুনামগঞ্জে একের পর এক বাড়ি-দোকান ভাঙচুর ভাঙা হয়েছে অন্তত ২টি মন্দির। মন্দিরে ভাঙচুর করে লুঠপাঠ চালায় দুষ্কৃতীরা। দোয়ারাবাজার থানা এলাকায় মঙ্গলারগাঁও গ্রামেও আক্রান্ত হিন্দুরা। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর, দোকান ভাঙচুর। পঞ্চগড় জেলার বোদা উপজেলাতেও একাধিক মন্দির ভাঙচুর। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ।