Bangladesh News: এপার বাংলায় এসে বাংলাদেশি নাগরিকদের জন্য জাল পাসপোর্ট। জালে ডাকঘরের অস্থায়ী কর্মী।
ABP Ananda Live: এপার বাংলায় এসে বাংলাদেশি নাগরিকদের জন্য জাল পাসপোর্ট। জালে ডাকঘরের অস্থায়ী কর্মী। ভুয়ো পাসপোর্ট পিছু ২ লক্ষ নেওয়ার দাবি পুলিশের। কলকাতা থেকে উঃ ২৪ পরগনা, রাজ্য জুড়ে জাল পাসপোর্ট-চক্রের পর্দাফাঁস।ভুয়ো নথি, ভুয়ো ঠিকানায় পাসপোর্ট, তাও ধরা পড়ল না পুলিশ ভেরিফিকেশনে! মুখে সম্প্রীতির কথাই সার, বাংলাদেশে বেছে বেছে হিনদুদের উপর হামলা! রেহাই নেই ব্যবসায়ী থেকে আওয়ামি লিগের হিন্দু নেত্রীর! পরিবারের উপরেও অত্যাচার। পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পুলিশ যে চারজনকে গ্রেফতার করেছে, তার মধ্য়ে রয়েছে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র এবং ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল। বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন। পুলিশ সূত্রে দাবি, ধৃত দীপকই ভুয়ো তথ্য়ের ভিত্তিতে তৈরি পাসপোর্টগুলো পোস্ট অফিস থেকে সংগ্রহ করত। তারপর ক্য়ুরিয়র করে থেকে সেগুলো নির্দিষ্ট জায়গায় চালান করে দিত।