Fake IAS Arrested: 'পুলিশকে ধোঁকা দিতে গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘুরতেন দেবাঞ্জন', ভুয়ো IAS কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

সরকারি নথি জাল করে ভুয়ো IAS পরিচয়ে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানোর অভিযোগ। কসবার রাজডাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, নিজেকে IAS ও কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে, গতকাল কসবায় একটি ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প চালাচ্ছিলেন মাদুরদহের বাসিন্দা দেবাঞ্জন দেব। পুলিশের দাবি, দেবাঞ্জন নিজেকে কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব ও ওএসডি পরিচয় দিয়ে তথ্য সংস্কৃতি দফতরের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য আবেদন জানান। পুলিশকে ধোঁকা দিতে তিনি ওই সমস্ত ভুয়ো নথি নিয়ে নীল বাতি লাগানো গাড়িতে ঘুরতেন বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকারের নথি জাল করে ভুয়ো IAS পরিচয়ে কীভাবে এতবড় প্রতারণা খতিয়ে দেখা হচ্ছে।কসবায় মহাসমারোহে চলছিল ভুয়ো IAS এর ভ্যাকসিন ড্রাইভ। সেখানেই টিকা নিয়েছিলেন মিমি ( Mimi Chakraborty ) । তারপর রেজিস্ট্রেশনের মেসেজ না পেতেই খটকা লাগে সাংসদের । 

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, "এই ব্যাক্তই ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করছিলেন। কখনও ১০ তো কখনও ৪০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। ভুয়ো আইএএস অফিসার পরিচয় দিয়ে চলছিল এই ভ্যাকসিনেশন ক্যাম্প। যদিও এই ভ্যাকসিনগুলি আসল না নকল তা জানতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোথা থেকে সে ভ্যাকসিন পেল তা খতিয়ে দেখা হচ্ছে। ভ্যাকসিন যদি নকল হয় তবে এই ক্যাম্প থেকে যারা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের আবার ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করা হবে।" পুরসভার অনুমোদন ছিল না। তবে কেউ জড়িত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ভুয়ো IAS-কাণ্ডে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram