Dead body Receoverd: শিবপুরে স্বামী ও বোনের পচাগলা দেহের পাশে বসে বৃদ্ধা, শিউরে উঠলেন প্রতিবেশীরা

Continues below advertisement

ফ্ল্যাটের ঘরের মেঝেতে একদিকে পড়ে রয়েছে স্বামীর মৃতদেহ। আর একদিকে বোনের। দুটি পচাগলা মৃতদেহের মাঝে অবিচল বসে রয়েছেন ৬৫ বছরের বৃদ্ধা। করোনা আবহে এমন দৃশ্য দেখে আঁতকে উঠলেন প্রতিবেশীরা। তাঁদের কাছে খবর পেয়ে জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সবাই যখন ত্রস্ত, তখন এমন ঘটনার সাক্ষী থাকল হাওড়ার শিবপুরের ওলাবিবিতলা এলাকা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram