Lalgola: মুর্শিদাবাদের লালগোলায় চাকরিপ্রার্থীর আত্মহত্যার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের
Lalgola: মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলায় (Lal gola) চাকরিপ্রার্থীর আত্মহত্যার (suiside) ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের হল। চলতি সপ্তাহেই বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekher Mantrha) এজলাসে মামলার শুনানি হবে। গতবছরের ২৭ সেপ্টেম্বর, আত্মঘাতী হন আবদুর রহমান (Abdur Raheman)। পরিবার দাবি করে, ওই যুবক রাজ্য সরকারের গ্রুপ ডি (Group D) পদে চাকরির আবেদন করেন। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের (Sabyasachi chatterjee) অভিযোগ, সুইসাইড নোটে পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterjee )-সহ কারা নিয়োগের জন্য টাকা নিয়েছিলেন সেই তালিকার উল্লেখ ছিল। চাকরি পেতে গেলে নির্দিষ্ট অর্থ দিতে হবে বলে যুবককে জানানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই লালগোলার ওই চাকরিপ্রার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চার্জশিট পেশ করেছে পুলিশ। আইনজীবীর দাবি, চার্জশিটে নাম রয়েছে মৃতের। এক্ষেত্রে সঠিক তদন্ত হয়নি বলে দাবি করেছেন আইনজীবী।