CBI: ‘শুভেন্দুকে নারদায় টাকা নিতে দেখা গিয়েছে', মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

 প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে সিবিআইয়ের 'দুয়ারে' অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তলের চিঠি সামনে রেখে অভিষেককে সিবিআই জিজ্ঞাসাবাদ। 'কুন্তলের চিঠির বিষয়ে কিছু জানি না বলে দাবি করেছেন অভিষেক। ৫ পাতার প্রশ্ন নিয়ে দফায় দফায় অভিষেককে সিবিআই জিজ্ঞাসাবাদ। বয়ানের রেকর্ড নিয়ে সিবিআই অফিসারদের মধ্য়ে আলোচনা: সূত্র। অভিষেককে সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
সকাল ১০.৫৯: নিজাম প্যালেসে ঢুকেছিলেন, বেরোলেন রাত ৮.৩৮-এ
‘জিজ্ঞাসাবাদ নির্যাস শূন্য, অশ্বডিম্ব’‘যাঁরা জিজ্ঞাসাবাদ করলেন তাঁদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট’‘প্রথম দিন থেকে আমাকে টার্গেট করা হয়েছে’‘ইডি-সিবিআইকে দিয়ে ধমকানোর চেষ্টা’‘আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি’‘১ বছর ধরে এসএসসিতদন্ত,১০ বছর ধরে সারদা তদন্ত, একজনও টাকা ফেরত পেয়েছেন?’১৫ বছর ধরে নোবেল চুরির তদন্ত হচ্ছে, নির্যাস শূন্য’
‘নারদায় যাকে টাকা নিতে ডাকা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে’‘নবজোয়ার রুখতে নোটিস পাঠাচ্ছে’‘আমাকে ডাকাডাকি বন্ধ করুন’‘অন্তত আমাকে ৪৮ ঘণ্টা সময় দিতে পারত’
‘আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আমায় গ্রেফতার করুন‘কেউ তো আটকাচ্ছে না’
‘ইডি, সিবিআই, এনআইএ, এজেন্সিকে দিয়ে ধমকানো হচ্ছে’‘আমরা বশ্যতা স্বীকার করব না’‘তদন্তের নাম করে জনসংযোগ যাত্রা রোখার সুপরিকল্পিত চক্রান্ত‘আমি দিল্লির পোষা কুকুর হব না’‘সবকটা চোর বিজেপির সদস্য’
‘বিজেপি কোনও দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে?’‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল’
‘শুভেন্দুকে নারদায় টাকা নিতে দেখা গিয়েছে, ওকে সাসপেন্ড করেছে?’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram