ABP Ananda Morning Headline: আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা

Continues below advertisement

সুপ্রিম-নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরও কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। বিকেল পর্যন্ত সরকারকে পাল্টা ডেডলাইন। 

আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। সচিব, অধিকর্তা, সিপির ইস্তফা দাবি। না মানলে টানা অবস্থানের প্রস্তুতি। 

আর জি কর-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। চালান থেকে সিসিটিভি ফুটেজ, প্রধান বিচারপতির প্রশ্নে অস্বস্তিতে রাজ্য।

ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান কোথায়? দেখাতে পারলেন না রাজ্যের আইনজীবী। পদ্ধতি না মেনে পিএম? চালান না পেলে বুঝতে হবে কিছু একটা হয়েছে, মন্তব্য বিচারপতির।

সুপ্রিম-নজরে সিসি ক্যামেরার ফুটেজ। অভিযুক্ত সেমিনার হল ছাড়ার পরের ফুটেজ কি সিবিআইকে দেওয়া হয়েছে? তথ্যপ্রমাণ সংগ্রহর ফুটেজ কি দিয়েছে পুলিশ? জানতে চাইলেন প্রধান বিচারপতি। 

স্বতঃফূর্ত আন্দোলন ঠেকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল রাজ্যের। পুলিশকে না জানিয়ে প্রতিবাদ, আমরা কী করব, সওয়াল রাজ্যের আইনজীবী সিব্বলের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram