Tapas Sandilya : নও ছবি, নও ছবি, নও শুধু ছবি - প্রিয় ইন্দ্রানীর প্রতি... । ABP Live Exclusive
অনেকদিন আগে ইসকন মায়াপুরে প্রভুপাদের মূর্তি দেখে তাজ্জব হয়েছিলেন। আর তা দেখে ইচ্ছে জেগেছিল মনে, স্বামীকে বলেছিলেন, "হ্যাঁ গো, আমি যদি তোমার আগে চলে যাই, আমার একটা মূর্তি কোরো।" তবে তাঁকে যে সত্যি-সত্যিই ছেড়ে চলে যাবেন প্রিয়তমা স্ত্রী, তা একদম ভাবেননি তাপসবাবু। বছরখানেক আগে কোভিডের দ্বিতীয় ঢেউ তাঁর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নেওয়ার পর কৈখালির বাসিন্দা তাপস শান্ডিল্য সটান হাজির হন শিল্পী সুবিমল দাসের কাছে। 'জ্বালাতনে' বিরক্ত হননি শিল্পী। বরং নিজেকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলেন। "পারব তো ?" পেরেছেন শিল্পী। তাপসবাবুর কাছে ফিরিয়ে দিতে পেরেছেন তাঁর স্ত্রীকে। তিনি আজ আছেন তাই। শয়নে, স্বপনে, জাগরণে, সর্বক্ষণ। স্বামীর সঙ্গে। সেই ঘরে। সেই বসন-ভূষণে। প্রিয় স্ত্রী ইন্দ্রানীর নবরূপের দিকে তাকিয়ে আজ হয়তো তাপসবাবু অজান্তেই বলে ওঠেন, নয়নসম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। এবিপি লাইভে একান্তে তাপস শান্ডিল্য।