ABP On The Spot: অনুব্রত মামলার নথি চেয়ে ইডি-র আবেদনের শুনানি দুবরাজপুর আদালতে

Continues below advertisement

অনুব্রত মামলার নথি চেয়ে ইডি-র আবেদনের শুনানি দুবরাজপুর আদালতে, 'জীবনে এই প্রথম দেখছি, সার্টিফায়েড কপি নিতে কোনও মামলার শুনানি হয়', 'এও প্রথম দেখছি সেই আবেদনপত্রের কপি দিতে হয় আদালতে', আদালতে সওয়াল ইডি-র আইনজীবীর। কোনও আবেদনপত্রর কপি পাইনি, আদালতে দাবি সরকারপক্ষের। আপনি কি এখন কপি দিতে পারবেন, ইডি-র আইনজীবীকে প্রশ্ন বিচারকের। দিতে পারব, যদি আপনি লিখিত নির্দেশ দেন, আদালতে সওয়াল ইডি-র আইনজীবীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram