ABP On the Spot Part 2: শতাব্দী রায়ের পর এবার অসিত মাল, বিক্ষোভের মুখে 'দিদির দূত'
Continues below advertisement
শতাব্দী রায়ের পর এবার অসিত মাল। ফের দিদির দূত কর্মসূচিতে গিয়ে দফায় দফায় ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ। ময়ূরেশ্বরের ষাটপলসা স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখার সময় বোলপুরের সাংসদের সামনেই তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলীয় কর্মীরা। তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় আসেন না বিধায়ক। খোঁজও রাখেন না। উচপুর গ্রামেও একই অভিযোগে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ অসিত মাল। এরপর রসিদপুরে আবাস তালিকায় নাম না থাকার অভিযোগে সাংসদ ও বিধায়ক অভিজিৎ রায়কে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Shatabdi Roy Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Didir Doot Asit Mal