Durgapur Barrage: ভারী বৃষ্টির পরেই দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে জল
দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। গতকাল রাতে সর্বোচ্চ ৭১,০০০ কিউসেক জল ছাড়া হয়। আজ সকালে ধাপে ধাপে কমিয়ে এখনও পর্যন্ত ৫০ হাজার ৪৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। গত কয়েকদিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছিল তা কিছুটা কমার জন্যই জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে। এছাড়াও গতকাল ও আজ মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে তেমন জল ছাড়া হয়নি। তাই দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে। গতকাল সারাদিনে মাইথন ও পাঞ্চেত থেকে ২২ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। আজ নতুন করে ওই দুটি জলাধার থেকে জল ছাড়েনি ডিভিসি। সেই কারণে দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ঝাড়ার পরিমাণ ধাপে ধাপে কমানো হবে।। আজ পরিদর্শনে যান সেচ দফতরের আধিকারিকরা। যে হারে বৃষ্টি হচ্ছে, তাতে হুগলি ও হাওড়ায় নিম্ন দামোদর অববাহিকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
উত্তরপ্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। জোড়া প্রভাবে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি। কলকাতায় দু’-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জলস্তর। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।