RG Kar News Update: নবান্নের পর কালীঘাট, ফের ভেস্তে গেল মুখ্যমন্ত্রী-আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠক

Continues below advertisement

নবান্নের পর কালীঘাট। ফের ভেস্তে গেল মুখ্যমন্ত্রী-আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠক। জুনিয়র চিকিৎসকদের দাবি, দু'পক্ষের তরফে ভিডিও ও আজই ভিডিও হস্তান্তরের দাবি থেকে সরে আসার সিদ্ধান্তের কথা জানাতে গেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ৩ ঘণ্টা হয়ে গেছে। আজ আর হবে না। এদিন সল্টলেকে ধর্নামঞ্চে ফিরে ক্ষোভ উগরে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।  কালীঘাটে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য় প্রতিমন্ত্রী ও মুখ্য়সচিবের এই কথপোকথন। আর তারপরই ভেস্তে গেল বৈঠক। শনিবার বেলায় আচমকাই স্বাস্থ্য়ভবনের বাইরে ধর্নাস্থলে পৌঁছে যান মুখ্য়মন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার আহ্বান জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে আন্দোলনকারীরাও কালীঘাটে পৌঁছে যান। কিন্তু তারপরই তৈরি হয় জট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি আবার বলি, তোমাদের চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা পুরোটাই রেকর্ড করে রাখছি। এটাই তোমাদের শেয়ার করব এবং আমরা এটা কেউই রিলিজ এখন করব না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেব।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram