Barasat Incident: বারাসাতে নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পর বাচ্চা চুরির গুজবে তুলকালাম | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বারাসাতে নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পর বাচ্চা চুরির গুজবে তুলকালাম । এক মহিলা-সহ ৩ জনকে গণপিটুনি দিল উত্তেজিত জনতা । বিকেলে ফের বারাসাতেই আরও এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । গণপিটুনির মোট ৩টি মামলায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে । গণপিটুনির অভিযোগে ধৃতরা জানায়, বারাসাতের ফেসবুক গ্রুপ থেকে তথ্য পেয়ে তারা বিভ্রান্ত হয়েছিল
সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগ। গ্রুপ অ্যাডমিন পায়েল তালুকদার ও প্রীতম মিস্ত্রিকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। বালক খুনের ঘটনায় গুজবকে কেন্দ্র গণপিটুনির অভিযোগ এর আগে ৩টি মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানায়, বারাসাতের ফেসবুক গ্রুপ থেকে তথ্য পেয়ে তারা বিভ্রান্ত হয়। তার ভিত্তিতেই গ্রুপ অ্যাডমিন এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ৪-৫টি ফেসবুক গ্রুপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। এর আগে সোশাল মিডিয়ায় গুজব রুখতে পুলিশের তরফে সতর্কবার্তা জারি করা হয়। তাতে কাজ না হওয়ায় এবার ফেসবুক কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছে পুলিশ।