Suvendu Adhikari: রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু, 'ওখানেই কেন', প্রশ্ন বিচারপতির
ABP Ananda LIVE: ১৪৪ ধারা অমান্য করে, গত বছরের অক্টোবরে রাজভবনের সামনে যাঁরা ধর্নায় বসেছিলেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে পুলিশ? শুক্রবারের মধ্যে তা কলকাতা হাইকোর্টকে জানাতে হবে রাজ্য সরকারকে। এর পাশাপাশি ধর্নার বিকল্প জায়গা নিয়ে শুভেনদু অধিকারীর অবস্থান জানাতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা।
জুনের ইউজিসি-নেট বাতিল (UGC NET Cancelled) করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি-নেট বাতিল। ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ। দুই শিফটে পরীক্ষা হয়েছিল।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে খবর এসেছে, ওই পরীক্ষায় কোনও ত্রুটি রয়েছে। তারপরে শিক্ষামন্ত্রক ওই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, শিক্ষামন্ত্রক জানিয়েছে ওই পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছিল বলে তাদের কাছে খবর এসেছে। সেই কারণেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।