Aj Banglay: সিউড়ি-শিয়ালদা নতুন ট্রেন, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ-বিতর্ক

Continues below advertisement

হাওড়ায় গাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক। ১০ অগাস্ট অবধি তাঁদের সিআইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, ৩ কংগ্রেস বিধায়ক দাবি করেছেন, তাঁরা বড়বাজারে শাড়ি কিনতে এসেছিলেন। যদিও টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতে পারেননি কেউই।

ঝাড়খণ্ডে জোট সরকার ফেলার চক্রান্ত করছিল বিজেপি! বিধায়ক পিছু ১০ কোটির টোপ! নেপথ্যে কারিগর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিস্ফোরক দাবি করে রাঁচিতে ৩ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দলেরই আরেক বিধায়ক। সব অভিযোগ অস্বীকার করেছেন হিমন্ত বিশ্বশর্মা। উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল।

অষ্টম শ্রেণির বইয়ে সিঙ্গুর-অধ্যায় থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার দাবিতে সুর চড়াল বিজেপি। তাদের প্রশ্ন, নিয়োগ দুর্নীতিতে বিপুল টাকা আত্মসাতের অভিযোগ যাঁর বিরুদ্ধে, তাঁর নাম কেন থাকবে স্কুলপাঠ্যে? বিজেপির অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

 

সিউড়ি-শিয়ালদা নতুন ট্রেন, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ-বিতর্ক। ভার্চুয়ালি নতুন ট্রেনের সূচনা করেন রেলমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু, গরহাজির সিউড়ির তৃণমূল বিধায়ক ও সাংসদ। ওদের আসার মুখ নেই, তাই আসেনি, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। আমন্ত্রণ পত্রই পাইনি, যাব কী করে? পাল্টা সিউড়ির তৃণমূল বিধায়ক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram