Aj Banglay: বৈদিক ভিলেজে আয়োজন করা হচ্ছে বিজেপির চিন্তন শিবিরের
বহরমপুরের বেসরকারি নার্সিংহোমের ৬ তলায় ক্যান্টিনের রান্নাঘরে আগুন। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন, অনুমান দমকলের। আগুন-আতঙ্কে হুড়োহুড়ি রোগীদের।
খারাপ লোককে ভাল বলা হচ্ছে। আমরা বাঁচব কীভাবে? খারাপকে খারাপই বলতে হবে। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর। আগামী দিনে আরও তৃণমূল নেতা এরকম বলবেন। খোঁচা সুকান্ত মজুমদারের। আপত্তিজনক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করেছেন শালবনির বিধায়ক। জানালেন অজিত মাইতি।
কাল শুরু হচ্ছে বঙ্গ বিজেপির চিন্তন শিবির। তিন দিনের এই শিবিরের আয়োজন করা হচ্ছে বৈদিক ভিলেজে। থাকবেন রাজ্যে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক, রাজ্য কমিটির সদস্য, সাংগঠনিক জেলার সভাপতিরা। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের প্রস্তুতির রোডম্যাপ তৈরি হবে এখানে। তবে এই তিন দিন শিবিরের বাইরে কোনও নেতা বেরতে পারবেন না বলে বিজেপি সূত্রে খবর।