Aliah University : ভিসি এখনও কোনও রিপোর্ট দেননি, আলিয়াকাণ্ডে মন্তব্য মন্ত্রী গোলাম রব্বানির। Bangla News

Continues below advertisement

"কারণটা কী ? তা না জানলে আমি আপনাদের কোনও উত্তর দিতে পারব না। আগে আমি ডিপার্টমেন্টে যাব, গিয়ে জানব। আর VC এখনও কোনও রিপোর্ট দেয়নি। কী হয়েছে ওঁর সঙ্গে, কী হয়নি ! " আলিয়াকাণ্ডে মন্তব্য মন্ত্রী গোলাম রব্বানির। প্রসঙ্গত, আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে টিএমসিপি-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট ও বহিষ্কৃত ছাত্র নেতা গিয়াসউদ্দিন মণ্ডলের তাণ্ডবের ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে বিতর্ক। গিয়াসউদ্দিনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram