Medical College: জরিমানা না দেওয়ায় কড়া শাস্তির মুখে পড়তে চলেছে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ

Continues below advertisement

ABP Ananda Live: জরিমানা না দেওয়ায় কড়া শাস্তির মুখে পড়তে চলেছে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ। জাতীয় মেডিক্যাল কমিশন বা NMC-র নিয়ম ভঙ্গ করায় মেডিক্যাল কলেজগুলিকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। সেই টাকা না দেওয়াতেই এসেছে কড়া চিঠি। কেন্দ্রীয় স্বাস্থ্য কমিশনের জরিমানার মুখে পড়েছে জেলার অনেক মেডিক্যাল কলেজ হাসপাতালও। 

ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা NMC-র দেওয়া সময়ের মধ্যে রাজ্যের সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চালু হয়নি বায়োমেট্রিক হাজিরা। যেখানে ক্যামেরা বসেছে সেখানকার লিঙ্ক পায়নি NMC। আপলোড হচ্ছে না দৈনিক কত অস্ত্রোপচারের তথ্য। NMC সূত্রে খবর, রাজ্যের মেডিক্যাল কলেজগুলির ক্ষেত্রে ধরা পড়েছে এরকমই বিস্তর অনিয়ম। সব মিলিয়ে কড়া শাস্তির মুখে পড়তে চলেছে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ। NMC সূত্রে খবর, চিকিৎসক-অধ্যাপকদের বায়োমেট্রিক হাজিরা চালু না হওয়া বা সর্বত্র ক্লোজ সার্কিট ক্যামেরা না।  বসায় কোন মেডিক্যাল কলেজে কতজন চিকিৎসক-অধ্যাপক আছেন?  তাঁরা ৭৫ শতাংশ হাজিরা দিচ্ছেন কিনা? তাঁরা কতক্ষণ ডিউটি করছেন? জানা যাচ্ছে না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram