RG Kar Admission Scam: ফের কাঠগড়ায় RG Kar, পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তির সময় দুর্নীতির অভিযোগ। ABP Ananda Live
ফের কাঠগড়ায় আর জি কর মেডিক্যাল কলেজ। পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তির সময় দুর্নীতির অভিযোগ। তৎকালীন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স বুলবুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক রাজীব রঞ্জন। আগামী সপ্তাহে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুনানির সম্ভাবনা।
২০২২ সালে পোস্ট গ্র্যাজুয়েটে কোর্সে ভর্তির জন্য আসেন বিহারের চিকিৎসক রাজীব রঞ্জন। ২৩ নভেম্বর ২০২২, নথি যাচাইয়ের জন্য আর জি কর মেডিক্যালে আসেন রাজীব। শংসাপত্রগুলি জাল, নথি যাচাইয়ের শুরুতেই বলা হয় বলে অভিযোগ। 'এরপরেই শুরু হয় বচসা, অভিযোগ দায়ের হয়ে টালা থানায়' 'স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অভিযোগের ভিত্তিতে টালা থানায় অভিযোগ দায়ের হয়। শিয়ালদা কোর্টে পেশ করা হলে ২০২২ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ', এর পরে আদালতের নির্দেশে জামিন পান, দাবি মামলাকারী রাজীব রঞ্জনের। জামিন পাওয়ার পরেও আসল নথি আটকে রাখার অভিযোগ রাজীব রঞ্জনের। টালা থানার মামলার জন্য এখনও PGT-তে ভর্তি হতে পারেন নি বলে অভিযোগ। সংরক্ষিত আসনে বেআইনিভাবে অন্যকে সুযোগ দিতেই গন্ডগোল তৈরির অভিযোগ।