Howrah: হাওড়ার ২৮টি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার হাওড়াতেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ । হাওড়ার ২৮টি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ । ১২০ জন স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ । থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের
আরও খবর..
বারবার বাসের রেষারেষিতে মৃত্যু, হুঁশ কি ফেরে পুলিশ-প্রশাসনের? দুর্ঘটনা হলেই তড়িঘড়ি বাড়ে নিরাপত্তা, কদিন পরেই আবার চেনা ছবি। দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, অবমানবিকতায় অভিযুক্ত পুলিশ-হাসপাতাল। দুর্ঘটনার পরেই কাছের পুলিশ কিয়স্কে গিয়েও মেলেনি সাহায্য? 'মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন পুলিশের কিয়স্কে থাকা ৩জন', পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উদ্ধারকারী অটো চালকের। আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও অমানবিকতার অভিযোগ। 'রক্তাক্ত সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মেলেনি প্রাথমিক সাহায্য', বিসি রায় হাসপাতালের বিরুদ্ধে ফিরিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। 'সাহায্য চেয়ে ফোন করলেও নির্বিকার ছিল পুলিশ', আমাদের এলাকা নয় বলে ফিরিয়ে দেয় পুলিশ, দাবি পরিবারের।
কলকাতার স্কুলে ট্যাবের টাকা উধাও, উত্তর দিনাজপুরে গ্রেফতার। জেলায় জেলায় 'তরুণের স্বপ্নের' কোটি কোটি টাকা গায়েব। ট্যাব কেলেঙ্কারিতে এবার কলকাতা পুলিশের জালে ২ প্রতারক। সরশুনার স্কুলের ৩১জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে। চোপড়া থেকে ২ জনকে গ্রেফতার করল সরশুনা থানার পুলিশ। এছাড়া, যাদবপুর ও কসবা থানাতেও ২টি স্কুলের তরফে অভিযোগ জমা পড়েছে। এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে ৫জন গ্রেফতার।