West Bengal News Live Updates: নৈহাটিতে ভোট, পাশের ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন, একজন গ্রেফতার
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।

Background
এবার সিতাইয়ের তৃণমূল নেতার মুখে 'কেষ্ট-বুলি'। কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপির পোলিং এজেন্টকে তৃণমূল নেতার শাসানি।
উপনির্বাচন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হাড়োয়া। দেগঙ্গায় তৃণমূলের বিক্ষোভ, বুথ থেকে পালাতে হল আইএফএস প্রার্থীকে।
হাড়োয়ায় বুথের বাইরে আইএসএফ এজেন্টকে মার। ভোট শুরুর আগেই দাদপুরে ২ মহিলা-সহ ১১ এজেন্টকে রাস্তায় আটকে দেওয়ার অভিযোগ।
মাদারিহাটে বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর। সারা বছর কেন দেখা মেলে না? প্রশ্ন চা বাগানের শ্রমিকদের।
নৈহাটিতে শাসক দলের এজেন্টের বিরুদ্ধে বুথের ভিতরে ফোন নিয়ে ঢোকার অভিযোগ। ধরলেন বিজেপি প্রার্থী। প্রিসাইডিং অফিসারকে হুমকি।
মেদিনীপুরে বিজেপি নেতাদের বাড়িতে পুলিশি হানা, ধরপাকড়, অভিযোগ শুভেন্দুর। বাড়ি ঘিরে রাখার অভিযোগ। অভিযোগ ওড়াল কমিশন। ওয়ারেন্ট থাকায় গিয়েছিল পুলিশ, খবর পুলিশ সূত্রে।
সিতাইয়ের ভোটে ইভিএমের উপর টেপ! ১ ও ২ নম্বর বোতামে প্রার্থীর নাম-চিহ্ন ঢেকে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর। টেপ লাগানো ছিল না, খোঁজ নিয়ে জানাল নির্বাচন কমিশন।
নৈহাটিতে চলছে ভোট, পাশের ভাটপাড়ায় চলল গুলি। নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। ছোড়া হল বোমা, আহত বেশ কয়েকজন। বেপরোয়া দুষ্কৃতীরা, জগদ্দল থানা ঘিরে বিক্ষোভ।
খুনের বদলা খুন? গুলিকাণ্ডের পিছনে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মৃতের পরিবারের।
পুলিশের আপত্তি খারিজ, হাওড়ার শ্যামপুরে শুভেন্দুর সভায় হাইকোর্টের অনুমতি।সভাস্থলের কাছে যাবে শুধু বিরোধী দলনেতার গাড়ি। বাকিদের যেতে হবে হেঁঁটে।
মালদার পড়ুয়ার ট্যাবের টাকা জমা জামশেদপুরের ব্যাঙ্কে। তদন্ত কমিটি মালদা পুলিশের। পূর্ব বর্ধমানে গ্রেফতার ৫। ধৃতদের মধ্যে ১ জন স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক।
সরস মেলার উদ্বোধনের আগে দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর জনসংযোগ। বাচ্চাদের বিলোলেন টফি। চিড়িয়াখানায় গিয়ে স্নো লেপার্ড, পাণ্ডা শাবকদের দিলেন নতুন নাম।
WB News Live: থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায় !
থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায়! কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে ৪০জন অভিযুক্ত। ৬ মাসের জন্য বহিষ্কারের বদলে মুচলেকা দিলে ছাড়ের সিদ্ধান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ? সুপারিশ গেল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। 'ভবিষ্যতে আর হবে না বলে মুচলেকা দিতে হবে ছাত্র-অভিভাবকদের'। অভিযুক্তরা ছাত্র সংসদের নির্বাচনেও দাঁড়াতে পারবেন না বলে সিদ্ধান্ত। হস্টেলে কোনও বহিরাগত থাকতে পারবে না বলে কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত।
West Bengal News Live: ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন, গ্রেফতার এক
নৈহাটিতে ভোট, পাশের ভাটপাড়ায় গুলি করে খুন! ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন, একজন গ্রেফতার। জগদ্দল থানা এলাকা থেকেই এক অভিযুক্ত গ্রেফতার।






















