আনন্দ লাইভ: হাওড়া পুরভোটের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা, শিলিগুড়িতে ফের অশোক ভট্টাচার্যেই ভরসা বামেদের | Bangla News
এবার হোয়াটসঅ্যাপেই (WhatsApp) এলাকার বিভিন্ন সমস্যার ভিডিও মেয়রকে পাঠাতে পারবেন কলকাতাবাসী (Kolkata)। শপথ নিয়েই 'শো ইওর মেয়র' (Show Your Mayor) প্রকল্পের কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বেশিরভাগ প্রকল্পকে করা হবে অ্যাপ নির্ভর। এদিকে ছাপ্পা ভোট ও দুর্নীতিকে সামনে এনে শাসকদলের সমালোচনা করেছেন বিরোধীরা।
গঙ্গাপারের এক পুরসভার নতুন মেয়র যখন আজ শপথ নিয়ে ফেললেন, তখন গঙ্গার অপর পারের এক পুরসভার ভোট নিয়ে জটিলতা অব্যহত। হাওড়ায় পুরভোটের (Howrah Municipal Election) দাবিতে এবং নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আজ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। শীঘ্রই প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা।
শিলিগুড়িতে পুরভোটের (Siliguri Municipal Election) ময়দানে ফের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। ফের পুরনির্বাচনে লড়ছেন এই বাম নেতা। আগেরবার জেতা ৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে ফের প্রার্থী করল সিপিএম। আজ প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অশোক ভট্টাচার্য। যদিও তৃণমূল ও বিজেপির গলায় এ নিয়ে শোনা গিয়েছে কটাক্ষের সুর।
পুরভোটের প্রস্তুতি শুরু হলেও কোনও রাজনৈতিক দলই এখনও কর্পোরেশন ভোটের প্রার্থীদের নাম প্রকাশ করেনি। তবে তার মধ্যেই আসানসোলের (Asansol) সেন্ট জোসেফ স্কুলে আজ থেকে শুরু হল মনোনয়পত্র জমা দেওয়া ও তোলার কাজ। প্রথম দিনেই মনোনয়নপত্র তুললেন বেশ কয়েকজন নির্দল প্রার্থী।