Anish Khan Death: 'আমাকে অনেক প্রলোভন দেখানো হয়েছে, আমি শুধু ছেলের ন্যায়বিচার চাই', আনিস খানের বাবা | Bangla News

Continues below advertisement

৪২ দিন কেটে গেছে আনিস খানের মৃত্যুর। এখনও দোষীরা কেউ শাস্তি পায়নি। এপ্রসঙ্গে আনিস খানের বাবা বলেন, "সিটের ওপর ভরসা নেই। এদিকে আদালতকেও অমান্য করতে পারলাম না। সিবিআই ছাড়া আমার ছেলে ন্যায়বিচার পাব না। কোর্ট একমাস পর কী রায় দেয় সেইদিকে তাকিয়ে বসে আছি। আমাকে অনেক প্রলোভন দেখানো হয়েছে। ৫ লক্ষ টাকা, দুটি চাকরির কথা বলা হয়েছিল, নবান্নে যেতে বলা হয়েছিল। আমি লোভী নই, নবান্নে কেন যাব!"

এদিকে, আমতায় মৃত আনিস খানের (Anish Khan) গ্রামে ঢুকতে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) বাধা গ্রামবাসীদের। বিক্ষোভের জেরে ফিরলেন রাজ্যের মন্ত্রী। আনিস খানের বাড়িতে ঢুকতে পারলেন না ফিরহাদ হাকিম। ৪২ দিন পর চেতনা ফিরল? আমরা তো ডাকিনি, কেন এসেছেন? প্রশ্ন গ্রামবাসীদের। রাজ্যের মন্ত্রীকে দেখে উঠল 'গো ব্যাক' স্লোগান। ব্যারিকেড করে তাঁকে সরালেন রক্ষীরা। পরিকল্পনা করে বহিরাগতদের বিক্ষোভ, দাবি ফিরহাদ হাকিমের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram