Morning Headlines: এগরা, বজবজের পর এবার দুবরাজপুর, ফের বিস্ফোরণ, উড়ল তৃণমূলকর্মীর বাড়ির একাংশ
Morning Headlines: এগরা, বজবজের পর এবার দুবরাজপুরে বিস্ফোরণ। তৃণমূলকর্মীর বাড়িতে মজুত বোমাতেই বিস্ফোরণ, দাবি স্থানীয়দের। নেপথ্যে চক্রান্তের সন্দেহ দলের।
দোকানের লাইসেন্স নিয়ে অবৈধ বাজি কারখানা চালাচ্ছিলেন এগরার ভানু বাগ। টাকার বিনিময়ে লাইসেন্স দিয়েছিলেন তৎকালীন তৃণমূল প্রধান, অভিযোগ বিজেপির। জানতেন না বলে দাবি অভিযুক্তর।
ইউক্রেনের চেয়েও বেশি বোমা ফাটছে বাংলায়, বজবজকাণ্ডে এনআইএ চেয়ে আক্রমণে শুভেনদু। বাজি কারখানায় কি বিরিয়ানি থাকবে? পাল্টা কটাক্ষ কুণালের।
বজবজে বিস্ফোরণ, অনিচ্ছাকৃত খুনের মামলায় একজন গ্রেফতার। বেআইনিভাবে বাজি মজুতের অভিযোগে ভেঙে দেওয়া হল দোকান, ধৃত ৪০জনেরই জামিন।
সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের। পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তই বহাল। যেমন চলছে তদন্ত, তেমনই চলবে, জানিয়ে দিল হাইকোর্ট।
পুরসভায় নিয়োগে বেলাগাম দুর্নীতির অভিযোগে চুঁচুড়ায় সুর চড়ালেন শুভেন্দু।
সিবিআই জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতারির আশঙ্কা অভিষেকের। রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন। এত ভয় কীসের, একযোগে কটাক্ষ বিরোধীদের।