Bolpur: বোলপুরে বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু, কীভাবে আগুন লাগল ? খতিয়ে দেখছে পুলিশ
ABP Ananda live: বোলপুরে বাড়িতে অগ্নিকাণ্ডে, দগ্ধ একজনের মৃত্যু । গতকাল মৃত বলে ঘোষণা করা হয় ২ জনকে । আজ সকালে মারা গিয়েছেন মৃত মহিলার স্বামী । জানলা দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছিল মৃতের পরিবার । কীভাবে আগুন লাগল, পারিবারিক বিবাদ নাকি, ব্যবসায়িক শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ
চোখের আলো প্রকল্পে অপারেশন করাতে গিয়ে আঁধার নেমে এসেছে। গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ। কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে ভর্তি হলেন আরও দুই রোগি। ছানির অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগে সেখানে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ১৮ হল। সোমবার কয়েক জনের ফের অস্ত্রোপচার হবে বলে খবর।
কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই ভারতীয় জাদুঘরে দুর্নীতির অভিযোগে গেরুয়া শিবিরের দুই কর্মী সংগঠনের মধ্যে বচসা ঘিরে তুলকালাম।বিজেপি ঘনিষ্ঠ কর্মী ইউনিয়নের দাবি, ২০১৮-র ক্যাগ রিপোর্ট অনুযায়ী নিয়োগ, বরাদ্দ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতীয় জাদুঘরে। এদিন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিংহ। শেখাওয়াতের সামনে সেই প্রসঙ্গ উত্থাপন করায় বাধা দেয় বিরোধী গোষ্ঠী। অন্যদিকে, RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ প্রভাবিত কর্মী ইউনিয়নের দাবি, দুর্নীতি হয়েছে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে।
দু’পক্ষের বচসা চলাকালীন মন্তব্য না করেই জাদুঘর থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।