Ariadaha Incident: আড়িয়াদহে গণপিটুনির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং, কী বলছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য?
ABP Ananda Live: আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত সিং। ডানলপে ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউটের কাছ থেকে গ্রেফতার জয়ন্ত। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। এই নিয়ে আড়িয়াদহে গণপিটুনিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯। জয়ন্ত সিংয়ের গ্রেফতারের পর কী বলছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য?
আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার হলেন তৃণমূল কর্মী জয়ন্ত সিং। পুলিশের দাবি, আজ সকালে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের কাছে এক পরিচিতর সঙ্গে দেখা করতে আসেন জয়ন্ত। গোপন সূত্রে খবর পেয়ে আগেই সেখানে হাজির ছিল বেলঘরিয়া থানার পুলিশ। BT রোডের ওপর থেকেই আড়িয়াদহকাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং-কে গ্রেফতার করা হয়। এই নিয়ে আড়িয়াদহে গণপিটুনিতে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, গুরুতর আঘাত-সহ একাধিক অভিযোগ রয়েছে।