Assembly Oath Contro: বিধানসভা উপনির্বাচনের দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে সংঘাত জারি। ABP Ananda Live
West Bengal News: বরানগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে সংঘাত জারি। বৃহস্পতিবার বিধানসভায় অম্বেডকর মূর্তির সামনে অবস্থানে বসলেন বিধানসভায় শপথগ্রহণে অনড় দুই জয়ী তৃণমূল প্রার্থী। সূত্রের খবর, বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে শপথগ্রহণ করানো নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। প্রয়োজনে তৃণমূল সাংসদরা রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়।
কখনও বিধানসভায় সিঁড়ির ওপর প্ল্য়াকার্ড হাতে বসা...কখনও বিধানসভা চত্বরে বি আর অম্বেডকরের মূর্তির নীচে প্রায় সোয়া দু ঘণ্টা অবস্থান...দুই জয়ী তৃণমূল প্রার্থীর কখনও ধর্না-কখনও অবস্থান-কখন চিঠি চালাচালি, চললেও ৪ জুন দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার পর ২৩ দিন কেটে গেলেও শপথগ্রহণ নিয়ে জটিলতা কাটল না। শপথবাক্য় কে পাঠ করাবেন রাজ্য়পাল না স্পিকার শপথগ্রহণ কোথায় হবে রাজভবনে না বিধানসভায় এখনও তার উত্তর মিলল না। বৃহস্পতিবারও সেই অধরা রফাসূত্র।