Sagar Dutta Medical College: বৈঠকের সময় হামলা, ৯ জন পড়ুয়াকে ক্য়াম্পাস ছাড়ার নির্দেশ সাগর দত্ত মেডিক্যালের কর্তৃপক্ষের। ABP Ananda Live

Continues below advertisement

থ্রেট কালচারের প্রতিবাদে অধ্যক্ষের সঙ্গে পড়ুয়াদের বৈঠকের সময় হামলা। ঘটনায় অভিযুক্ত ৯ জন পড়ুয়াকে চিহ্নিত করে অবিলম্বে ক্য়াম্পাস ছাড়ার নির্দেশ দিল সাগর দত্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ৫ সেপ্টেম্বর বৈঠক চলাকালীন, প্রিন্সিপালের ঘরে ঢুকে তাণ্ডব চালাল পড়ুয়াদের একাংশ। 

আরজি কর-কাণ্ডের আবহে, একাধিক সরকারি মেডিক্য়াল কলেজ থেকে সামনে এসেছে থ্রেট কালচারের অভিযোগ। ভাইরাল হয়েছে বেশ কয়েকটি অডিও ক্লিপ। এরই মধ্য়ে থ্রেট কালচারের প্রতিবাদে অধ্যক্ষের সঙ্গে পড়ুয়াদের বৈঠক চলাকালীন হামলার ঘটনায় অভিযুক্ত ৯ পড়ুয়াকে চিহ্নিত করে অবিলম্বে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিল সাগর দত্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার অধ্য়ক্ষের সই করা, অভিযুক্ত পড়ুয়াদের নাম সহ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ মতো অবিলম্বে ক্য়াম্পাস না ছাড়লে, ব্য়বস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সাগর দত্ত মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষ।

পড়ুয়াদের একাংশের অভাব-অভিযোগ নিয়ে ৫ সেপ্টেম্বর কামারহাটির সাগর দত্ত মেডিক্য়াল কলেজ কাউন্সিলের বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন কলেজের অধ্য়ক্ষ, সমস্ত বিভাগের প্রধান, পড়ুয়া, হাউস স্টাফ ও সিনিয়র হাউস স্টাফরা। বিকেল সাড়ে ৫ টা নাগাদ অধ্য়ক্ষের ঘরের বাইরে ভিড় জমে। দেওয়া হয় স্লোগান। দরজা খুলে অধ্য়ক্ষের ঘরে ঢুকে পড়ে পড়ুয়াদের একাংশ। ভেঙে দেওয়া হয় দরজার কাচ। ঘটনায় হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের এক চিকিৎসক আহত হন। বিরূপাক্ষ বিশ্বাসের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ করেন চিকিৎসকদের একাংশের। অধ্য়ক্ষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে গত ৭ সেপ্টেম্বর ধর্নায় বসেন চিকিৎসক পড়ুয়াদের একাংশ। ঘটনায় ৯ জন পড়ুয়াকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তাঁদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিল সাগর দত্ত মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram