Ballygunge By Poll 2022: সায়রা হালিমের কোনও ক্লাস নেই, আক্রমণ বাবুল সুপ্রিয়র। Bangla News

Continues below advertisement

বালিগঞ্জ  বিধানসভা ((Ballygunge Assembly) কেন্দ্রে জয়ের পর, পরাজিত সিপিএম (CPIM) প্রার্থী সায়রা শাহ হালিমকে আক্রমণ করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ট্যুইটে বালিগঞ্জের তৃণমূল (TMC) প্রার্থী লিখেছেন, সিপিএম শুধু মিথ্যা এবং প্রতারণায় ভরা নোংরা ভোট প্রচারেই থেমে থাকেনি। আর সায়রা হালিমের কোনও ক্লাস নেই। তিনি লজ্জা পেতেও ভুলে গিয়েছেন। মানুষ তৃণমূলকে নির্বাচন করে তাঁকে ছুড়ে ফেলার পরেও একইরকম কুৎসিত ভাষা ব্যবহার করে যাচ্ছেন। এরপর বাম প্রার্থীকে বিধানসভা ভোটের ফলাফল স্মরণ করিয়ে বাবুল লেখেন, যাই হোক না কেন, বিধানসভায় বামেরা বিগ জিরো। ট্যুইটে বাবুল আরও লেখেন, এই মহিলা হেরে গিয়েও মানুষের রায় মেনে নেওয়ার সৌজন্যটুকুও দেখাচ্ছেন না। উল্টে আমাকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলছেন৷ কিন্তু আমি বিনীত ও শান্তভাবে আমার জয় উপভোগ করছি। তিনি তাঁর হারের যন্ত্রণা নিয়ে থাকুন। এরপর হ্যাশট্যাগ দিয়ে বাবুল লেখেন, শুধুমাত্র শিক্ষাই মানুষকে শিক্ষিত করে না। হেরো বিজেপি (BJP) সিপিআইএম (CPIM)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram