Soham Chakraborty: সোহম-বিতর্কে তোলপাড়ের মধ্যে এবার কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি'

Continues below advertisement

Soham Chakraborty: সোহম(Soham Chakraborty)-বিতর্কে তোলপাড়ের মধ্যে এবার কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি'। কৃষ্ণনগরে(krishnangar)তৃণমূল কাউন্সিলরের (tmc councelor)বিরুদ্ধে ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ। ক্যাফে লাগোয়া পার্কও জোর করে বন্ধ করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের নামে পুলিশ ও পুরসভায় অভিযোগ দায়ের। 'ক্যাফের টেন্ডার নিয়ে জানতে আরটিআই করেছিলাম'। 'আরটিআই-এর উত্তর না মেলায় ক্যাফে বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছিল'। অভিযোগ অস্বীকার করে দাবি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের।

নবান্নের (Nabanna)খবর পাচার হচ্ছে, সন্দেহ খোদ মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)! 'দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার'। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ। 'ওভারলোডেড ট্রাক থেকে নির্দিষ্ট কোড দেখিয়ে টাকা তোলা হচ্ছে'। তার দায় কেন নেব, প্রশাসনিক বৈঠকে উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নের নানা অফিসিয়াল ফাইল, নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে বলেও সন্দেহ মুখ্যমন্ত্রীর । কীভাবে ঘটছে, কারা করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর: সূত্র । 'প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি ৩-৪টি আসন'। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর: সূত্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram