Bhatpara News: ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার পুলিশের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নৈহাটিতে ভোটের দিন সাতসকালে পাশের ভাটপাড়ায় চায়ের দোকানে এলোপাথাড়ি গুলি, বোমাবাজি চলে। থানার কাছেই তৃণমূলকর্মী অশোক সাউকে গুলি করে খুন। খুনের বদলা নিতেই খুন? তৃণমূলের দিকেই অভিযোগ পরিবারের।
আরও খবর...
উপনির্বাচনের মধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগে সরব সুকান্ত। ভূমি রাজস্ব অফিসে প্রভাব খাটিয়ে তোলাবাজির অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। সুকান্ত মজুমদারের নিশানায় কুমারগঞ্জের বাসুরিয়া পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকার। 'তৃণমূলের কাটমানির রাজত্বে আজ সর্বস্বান্ত মানুষ', অডিও ক্লিপ পোস্ট করে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। যদিও কণ্ঠস্বর তাঁর নয় বলে দাবি করেছেন তৃণমূল নেতা। আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন সাহেব সরকার।
৪ অগাস্ট, ২০২৩- বাবার সঙ্গে স্কুলে যাওয়ার সময় বেহালার সৌরনীলের মৃত্যু। ছাত্রের মৃত্যুর বছর পার, বেহালা চৌরাস্তা আছে আগের অবস্থাতেই। নামেই আছে ড্রপ গেট বেরিয়ার, সাইনেজ। ফুটপাথও ফের দখল। যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়েই প্রাণ হাতে রাস্তা পারপার।