Suri Cooperative Bank:সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ! Bangla News

Continues below advertisement

সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ। সিবিআইয়ের দাবি, অ্যাকাউন্টগুলির মাধ্যমে ১০ কোটিরও বেশি কালো টাকা সাদা করা হয়েছে। কার নির্দেশে দিনের পর দিন এই এই কাজ হল? ১৭৭টি অ্যাকাউন্ট খুলল কারা? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বেশিরভাগ অ্যাকাউন্ট হোল্ডারই পেশায় চাষি! তাঁদের অ্যাকাউন্টেই না কি হয়েছে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার লেনদেন!  ১৬০টি অ্যাকাউন্টের মধ্যে শুধু ৫৪ টি অ্যাকাউন্টেই মিলেছে ৪ কোটি টাকার লেনদেনের হদিশ। বিভিন্ন ব্যক্তির নামে অ্যাকাউন্ট থাকলেও সিবিআইয়ের অনুমান, ফর্মে যে সই রয়েছে তা একজনেরই। সিবিআই সূত্রে খবর, গরিব মানুষের কাছে অল্প দামে নগদে ধান কিনে চালকলে চাল করে খাদ্য দফতরের কাছে পাঠানো হয়েছে। 
বিক্রিমূল্য হিসেবে পাওয়া চেক এই সব বেনামি অ্যাকাউন্টে জমা করা হয়েছে। উত্তর খুঁজতে আজ নিজাম প্য়ালেসে ব্যাঙ্ক ম্যানেজারকে তলব করল সিবিআই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram