Birbhum : ইস্তফা দিলেন খয়রাশোলের অনুব্রত-ঘনিষ্ঠ ব্লক সভাপতি !
Continues below advertisement
কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পর, আরও এক অনুব্রত-ঘনিষ্ঠের পদত্যাগ ঘিরে বীরভূমের জেলা-রাজনীতিতে তৈরি হল জল্পনা। ইস্তফা দিলেন খয়রাশোলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী। শনিবার খয়রাশোলে জেলা সভাধিপতি কাজল শেখের সম্বর্ধনা সভায় গরহাজির ছিলেন কাঞ্চন অধিকারী। দলীয় কোন্দলের জেরেই ইস্তফা বলে কার্যত স্বীকারই করে নিয়েছেন তৃণমূলের পদত্যাগী ব্লক সভাপতি। বিজেপির কটাক্ষ, কেষ্ট-রাজ শেষ হয়ে এখন বীরভূমে কাজল-রাজ চলছে। তাই কেষ্ট-ঘনিষ্ঠের পদত্যাগ। ব্লক সভাপতি পদে বদল স্বাভাবিক ঘটনা, প্রতিক্রিয়া জেলা তৃ্ণমূল নেতৃত্বের।
Continues below advertisement