Birbhum: মুখস্থ ১০০ ছড়া, তুখোড় স্মৃতিশক্তির জন্য রেকর্ড-বুকে শান্তিনিকেতনের রাহি | Bangla News
Continues below advertisement
অবাক কাণ্ড ! ১০০ টি ছড়া, সমস্ত ফলের নাম, ২০ টি পাখি, সমস্ত জীবজন্তু, ১৭টি যানবাহন, ১০ টি রং, ৬ টি আকৃতি, দেহের দশটি অংশ, ১২ টিরও বেশি দেশের জাতীয় পতাকা এবং ২০ টি সবজির নাম ঝরঝর করে মুখস্থ বলে দিতে পারে এই খুদে। নাম রাহি মুর্মু। শান্তিনিকেতনের বাসিন্দা। আর এই তুখোড় স্মৃতিশক্তির জন্যই তার নাম উঠেছে India Book of Records - এ। এত অল্প বয়সে এতকিছু বিষয় শিখল কী করে রাহি? বাবা-মা জানালেন, ছোট থেকেই মোবাইল অথবা টিভির পরিবর্তে তাকে ছড়া এবং অন্যান্য জানা-অজানার বিষয়গুলি শোনানো হয়। খাওয়াদাওয়ার সময় তাকে ছড়া শুনিয়ে খাওয়ানো দেওয়ানো হয়। মেয়ের এমন কৃতিত্বের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি বাবা-মা। এর পাশাপাশি বাবা-মা অন্যান্য ছেলেমেয়েদের যাতে মোবাইল এবং টিভির থেকে দূরে রাখেন তাদের অভিভাবকরা তার জন্য আবেদন জানিয়েছেন।
Continues below advertisement
Tags :
Birbhum ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বীরভূম Santiniketan এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বীরভূম India Book Of Records Rahi Murmu Wonder Girl